শহীদের আর্তনাদ
- Purab Banerjee - অপ্রকাশিত ০৯-০৫-২০২৪

#শহীদদের_আর্তনাদ
পূরব ব্যানার্জী

মা তুঝে সালাম !
একথাটি জেনে রেখো -
যুদ্ধের প্রাঙ্গণে বিধ্বস্ত সৈনিকের,অন্তিম শ্লোগান ।।
কৈশোরে যে স্বপ্ন গড়েছিল -
হৃদয়ে দেশপ্রেম, মাতৃভূমির আমন্ত্রণে -
যৌবনে সঁপেছিল আপনারে ,
ভুলে সুখ বৈভব বাঁচাতে জন্মভূমির সম্মান !
তারই মুখে গর্জে ওঠে - "মা তুঝে সালাম"।।
সে শহীদের বেতনার্ত আর্তনাদ !
শুনেছি আমি প্রকাশ্যে রাজনেতার নাটকীয় ভাষনে,
ক্ষমতার উন্মাদে কৃতিত্বের লুঠ করে -
শহীদের রক্তের নিলামে চাই ফিরে পেতে
শাসকের সিংহাসন।।
বীর যোদ্ধা উৎসর্গ করে প্রাণ !
জীবনের বলিদানে রক্ষা করে ভগিনী মায়ের সম্মান,
রাজনীতির জাঁতাকলে কেন
করো সেই অমর শহীদের অপমান।।
তোমাদের শান্তি সুখ,
বসন্তের কুহূতান, আবীর গুলাল -
উৎসব পার্বণ আর যত আনন্দ অনুষ্ঠান !
সবই তোমাদের দিয়ে -
সীমান্তের প্রহরী যে মহাপ্রাণ !
নাই ধর্ম, নাই রঙ,
নাই লাল সবুজের বিভাজন যেই খানে -
কেবলই দেশমাতার রক্ষার্থে যাদের,
সৈনিকের সাজে মৃত্যুর উপত্যকায় অধিষ্ঠান !
দোহাই হে রাজনেতা, রাজনৈতিক সজ্জন !!
রাজনীতির কদর্যতায় করোনা -
সেই মহাত্যাগীর অপমান।
রাজনীতির রসদ যেন না হয় সেই সৈনিকের ত্যাগ -
বন্ধ করো শহীদের অমর বলিদানের,
অমৃত আস্বাদনে রজনীতির গৈরিকরণ ।।

©Purab Banerjee

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

purab
০৫-০৩-২০১৯ ১৩:৫৬ মিঃ

দুঃখিত, পোস্টের পরে কিছু বানানের ত্রুটি দেখতে পেলাম, তাই কমন্টে পুনরায় পোস্ট দিলাম।

purab
০৫-০৩-২০১৯ ১৩:৫৫ মিঃ

#শহীদদের_আর্তনাদ
পূরব ব্যানার্জী

মা তুঝে সালাম !
একথাটি জেনে রেখো -
যুদ্ধের প্রাঙ্গণে বিধ্বস্ত সৈনিকের,অন্তিম শ্লোগান ।।
কৈশোরে যে স্বপ্ন গড়েছিল -
হৃদয়ে দেশপ্রেম, মাতৃভূমির আমন্ত্রণে -
যৌবনে সঁপেছিল আপনারে ,
ভুলে সুখ বৈভব বাঁচাতে জন্মভূমির সম্মান !
তারই মুখে গর্জে ওঠে - "মা তুঝে সালাম"।।
সে শহীদের বেদনার্ত আর্তনাদ !
শুনেছি আমি প্রকাশ্যে রাজনেতার নাটকীয় ভাষনে,
ক্ষমতার উন্মাদে কৃতিত্বের লুঠ করে -
শহীদের রক্তের নিলামে চাই ফিরে পেতে
শাসকের সিংহাসন।।
বীর যোদ্ধা উৎসর্গ করে প্রাণ !
জীবনের বলিদানে রক্ষা করে ভগিনী মায়ের সম্মান,
রাজনীতির জাঁতাকলে কেন
করো সেই অমর শহীদের অপমান।।
তোমাদের শান্তি সুখ,
বসন্তের কুহূতান, আবীর গুলাল -
উৎসব পার্বণ আর যত আনন্দ অনুষ্ঠান !
সবই তোমাদের দিয়ে -
সীমান্তের প্রহরী যে মহাপ্রাণ !
নাই ধর্ম, নাই রঙ,
নাই লাল সবুজের বিভাজন যেই খানে -
কেবলই দেশমাতার রক্ষার্থে যাদের,
সৈনিকের সাজে মৃত্যুর উপত্যকায় অধিষ্ঠান !
দোহাই হে রাজনেতা, রাজনৈতিক সজ্জন !!
রাজনীতির কদর্যতায় করোনা -
সেই মহাত্যাগীর অপমান।
রাজনীতির রসদ যেন না হয় সেই সৈনিকের ত্যাগ -
বন্ধ করো শহীদের অমর বলিদানের,
অমৃত আস্বাদনে রাজনীতির গৈরিকরণ ।।

©Purab Banerjee

purab
০৫-০৩-২০১৯ ১৩:৫৫ মিঃ

দুঃখিত, পোস্টের পরে কিছু বানানের ত্রুটি দেখতে পেলাম, তাই কমন্টে পুনরায় পোস্ট দিলাম।